Pathaan: মুক্তি পেল ‘পাঠান’- এর ট্রেলার, উন্মাদনা নেট পাড়ায়

দীর্ঘ পাঁচ বছর পর সিলিভার স্ক্রিনে ফিরছেন শাহরুখ খান।
Pathaan
Pathaan

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। এ মাসেই মুক্তি পেতে চলেছে বলিউডের কিং খানের কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। আজই মুক্তি পেল অ্যাকশন থ্রিলারের ট্রেলার। এর আগেই মুক্তি পেয়েছে এই ছবির গান। তা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আগে থেকেই জানানো হয়েছিল যে, ১০ জানুয়ারি সকাল ১১টায় মুক্তি পাবে ট্রেলার। ছবির জমজমাট ট্রেলার ইতিমধ্যেই নেট মাধ্যমে ঝড় তুলেছে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি।  

দীর্ঘ পাঁচ বছর পর সিলিভার স্ক্রিনে ফিরছেন শাহরুখ খান। 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে এক লম্বা বিরতিতে যান শাহরুখ। আর এবার 'পাঠান' (Pathaan) দিয়ে তিনি কামব্যাক করতে চলেছেন। পাঁচ বছর পরে প্রিয় তারকাকে বড় পর্দায় দেখার উন্মামনা ইতিমধ্যেই দেখা গিয়েছে ভক্তকুলের মধ্যে। তাই ট্রেলারের ভিউ নজর কাড়ার মতো। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যশরাজ ফিল্মসের ছবি 'পাঠান'-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

আরও পড়ুন: ‘কেউ এজলাসে ঢুকতে চাইলে যেন বাধা দেওয়া না হয়’, কড়া নির্দেশ বিচারপতি মান্থার

'পাঠান' (Pathaan) মুক্তি পাওয়ার আগেই জড়িয়েছে একাধিক বিতর্কে। ছবির গান 'বেশরম রং' নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছে। এই গানে দীপিকার পোশাক এবং কিছু দৃশ্যকে আপত্তিকর বলা হয়েছে। আর তাই কোপ পড়েছে সেন্সর বোর্ডেরও। ছবির বেশ কিছু ডায়লগ এবং দৃশ্যও বাদ দেওয়া হয়েছে।

কী দেখা গেল ট্রেলারে?

ছবিটি সন্ত্রাস দমনের একটি গল্প। দেশকে ধ্বংস করতে ছক কষছে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এবং সেই সন্ত্রাসবাদীদের অন্যতম মাথা জন আব্রাহামের চরিত্রটি। তাদের পরিকল্পনাকে ধুলিস্যাৎ করতে ডাক পড়ে ‘পাঠান’-এর (Pathaan)। শাহরুখ খানের। ছবিতে দীপিকা পাড়ুকোন সন্ত্রাস দমনকারী গোষ্ঠীর কর্মী। ট্রেলার মুক্তির পরই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়। শাহরুখ খান নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছেন ‘পাঠান’-এর ট্রেলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles