Narendra Modi:  উদ্বোধনের মুখে রাম মন্দির, লতা মঙ্গেশকরের রাম ভজন পোস্ট করলেন প্রধানমন্ত্রী

সুর সম্রাজ্ঞীর গাওয়া রাম ভজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট প্রধানমন্ত্রীর....
Untitled_design(420)
Untitled_design(420)

মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক এই আবহে বুধবার প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া 'রাম ভজন'। প্রসঙ্গত, এটাই ছিল সুর সম্রাজ্ঞীর রেকর্ড করা শেষ কোনও শ্লোক। প্রয়াত সুর সম্রাজ্ঞীর সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত শ্রদ্ধার সম্পর্ক কারও অজানা নয়। লতা মঙ্গেশকরকে দিদি সম্বোধন করতেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টেও দেখা যাচ্ছে সেই শ্রদ্ধার প্রতিফলন।

প্রধানমন্ত্রী কী লিখলেন?

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (Narendra Modi), লতা মঙ্গেশকরের রাম ভজন শেয়ার করে লেখেন, ‘‘সারা দেশ অপেক্ষা করছে ২২ জানুয়ারির জন্য, ব্যাপক উৎসাহ নিয়ে। এ সময় আমরা একজন মানুষের অনুপস্থিতি খুব অনুভব করছি। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয়া লতা দিদি। এখানে তাঁর গাওয়া রাম ভজন দেওয়া হল। তাঁর পরিবার আমাকে বলেছে, এটা হল তাঁর কণ্ঠে গাওয়া শেষ শ্লোক যেটা তিনি রেকর্ড করেছিলেন।

রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকবেন বহু খ্যাতনামা ব্যক্তিত্ব

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব সমেত অন্যান্য দেশেরও শীর্ষ কূটনৈতিক আধিকারিকরাও হাজির থাকবেন প্রাণ প্রতিষ্ঠাতে। ইতিমধ্যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে রজনীকান্ত, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা সমেত অন্যান্যদের। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেখা যাবে প্রধান অতিথি হিসেবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles