PM Modi: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় মোদি...
Untitled_design(212)
Untitled_design(212)

মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পা দিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার জোহানেসবার্গের ওয়াটারক্লুফ বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সে দেশের উপরাষ্ট্রপতি পল মাসোতিলে। সামরিক অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বায়ুসেনার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উপজাতির শিল্পীরাও নিজেদের নাচ এবং গানের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। প্রধানমন্ত্রীকে (PM Modi) বরণ করতে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। বিজেপির কোনও জনসভায় গেলে প্রধানমন্ত্রীকে যেভাবে স্বাগত জানানো হয়, চারদিক যেমন ‘মোদি (PM Modi) মোদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে, একইভাবে ‘হর হর মোদি’, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতারাম’ রবে মুখরিত হলো দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। 

হোটেলেও মোদি (PM Modi) বরণে হাজির প্রবাসী ভারতীয়রা

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর (PM Modi) আপাতত ঠিকানা হল জোহানেসবার্গের স্যান্ডটন সান হোটেল। এদিন প্রধানমন্ত্রী ওই হোটেলে ওঠার আগেই প্রচুর সংখ্যক প্রবাসী ভারতীয় সেখানে ভিড় করেন। হোটেলের বাইরের রাস্তা তখন মানুষের ভিড়ে গিজগিজ করছে এবং প্রবাসী ভারতীয়দের হাতে ব্যানার। তাতে লেখা ‘প্রাইম মিনিস্টার মোদি’। হোটেলে পৌঁছাতেও ‘মোদি মোদি’ ধ্বনি ওঠে। বাজতে থাকে ঢাক, ঢোল, হারমোনিয়াম। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজের দক্ষিণ আফ্রিকার শাখা রাখির থালা নিয়ে হাজির ছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। আর্য সমাজের সে দেশের সভাপতি আরতি নানক চাঁদ প্রধানমন্ত্রীর (PM Modi) হাতে রাখি বেঁধে দেন।

২২ থেকে ২৪ অগাস্ট প্রধানমন্ত্রীর (PM Modi) দক্ষিণ আফ্রিকা সফর

২২ থেকে ২৪ অগাস্ট এই তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম দিন ব্রিকস বিজনেস ফোরাম লিডারদের সঙ্গে এক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi)। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে নৈশ ভোজেও অংশ নেবেন তিনি। ব্রিকস সম্মেলনের অন্তর্গত দেশগুলি নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। ব্রিকস সম্মেলনের সদস্য না হলেও সেখানে হাজির থাকছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles