Priyanka – Malala: ইন্সটাগ্রাম বিতর্কে নোবেলজয়ীর সমর্থনে প্রিয়াঙ্কা চোপড়া, কী এমন ঘটল?

আমেরিকান কমেডিয়ান হাসান মিনহাজ কী মন্তব্য করলেন নোবেল পুরস্কার বিজয়ী মালালাকে নিয়ে?
304040-untitled-design-89
304040-untitled-design-89

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) তাঁর অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রের জন্যই সবাই তাঁকে চিনে থাকেন। ফলে তাঁর পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন হয় না। যে কোনও বিতর্কেই প্রিয়াঙ্কাকে সরব হতে দেখা গিয়েছে। যেমন সম্প্রতি ইরানে চলা হিজাব বিরোধী আন্দোলনেও তাঁকে সরব হতে দেখা গিয়েছে। যদিও তাঁকে এর জন্য অনেক কটাক্ষের শিকারও হতে হয়েছে। তবে তাঁর কোনও তোয়াক্কা না করেই তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এবারে মালালা ইউসুফজাই-এর সমর্থনে (Priyanka-Malala) তাঁকে দেখা গেল। সম্প্রতি আমেরিকান কমেডিয়ান হাসান মিনহাজ তাঁর একটি শো-তে মালালা-কে খোঁচা দিয়ে ঠাট্টা করায় সোশ্যাল মিডিয়াতেই এক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই বিতর্কেই প্রিয়াঙ্কা মালালাকে সমর্থন করেছেন।

তবে কী এমন বলেছেন আমেরিকান কমেডিয়ান? ভিডিও-তে দেখা গিয়েছে, হাসান মিনহাজ তাঁর শো-তে মালালাকে উপহাস করে বলেছেন, নোবেল পুরস্কার বিজয়ী মালালা তাঁকে ইন্সটাগ্রামে ফলো করেছেন, কিন্তু হাসান তাঁকে ফলো করেননি। আর এই নিয়েই চলছিল ঠাট্টা-মশকরা। এরপরেই এই খবর মালালা জানতে পেরে তাঁকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন।

আরও পড়ুন: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?


[insta]https://www.instagram.com/reel/Cjp9iUjA57l/?utm_source=ig_web_copy_link[/insta]

তবে এই বিতর্ক এখানেই শেষ নয়, এরপরে কমেডিয়ান হাসান ফের এর উত্তর দিতে একটি ভিডিও বানিয়ে বলেছেন, “৪ অক্টোবর, আমি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালাকে নিয়ে একটি রসিকতা করেছি। আমি বলেছিলাম সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এবং আমি তাঁকে ফলো করি না। তারপর ৫ অক্টোবর, তিনি প্রতিশোধ নেন জিজ্ঞাসা করে এই লোকটি কে? সে আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। আমি দুঃখিত মালালা, আমাকে অনুসরণ করুন। আমি জানি না আমি আপনাকে অনুসরণ করব কিনা।“

[insta]https://www.instagram.com/reel/CjvKYpegPTX/?utm_source=ig_web_copy_link[/insta]

ফলে মালালা ও হাসানের বিতর্কের মাঝে প্রিয়াঙ্কা মালালার (Priyanka-Malala) পাশে দাঁড়িয়েছেন ও তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে বলেন, যে তিনিও হাসান মিনহাজকে ফলো করেন না। ফলে এইভাবেই ইন্সটাগ্রামে ফলো আনফলো নিয়েই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।   


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles