মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল বাসে মিলল এক অতিকায় অজগর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার রায়ান ইন্টারন্যাশানাল স্কুলের (Ryan International School) একটি বাসে। স্কুলবাসে এত বড় অজগরটি দেখার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বন দফতরের একটি দল। ঘন্টাখানেকের প্রচেষ্টায় অবশেষে জালে ধরে ফেলা হয় অজগরটিকে।
রবিবার স্কুল ছুটি থাকায় বাসের চালক বাস নিয়ে নিজের গ্রামে চলে গিয়েছিল। রবিবার দুপুরে গাড়ি নিয়ে শহরে ফেরার সময় আচমকাই সিটের নিচে দেখা যায় বিশালাকার ওই অজগরটিকে। তা দেখেই চক্ষু চড়়কগাছ চালক, কন্ডাক্টরের। দৌড়ে বাস থেকে নেমে তাঁরা চিৎকার জুড়ে দেন। তা শুনে পথচলতি মানুষ ভিড় জমায়। পৌঁছে যায় পুলিশও। বাসে উঠে দেখা যায়, পালানোর পথ না পেয়ে পাইথনটি বাসের মেঝের একটি গর্তে ঢোকার চেষ্টা করছে। খবর দেওয়া হয় বন দফতরকে। তাঁরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে জালবন্দি করতে সক্ষম হয়। হাফ ছেড়ে বাঁচেন সকলে।
[tw]
[WATCH] UP: Giant python found inside school bus in Rai Bareli pic.twitter.com/8vPu2oMhZG
— Aaquil Jameel (@AaquilJameel) October 16, 2022
[/tw]
জানা গিয়েছে, চালকের গ্রামের বাড়িতে যেখানে বাসটি রাখা ছিল তার আশেপাশেই চরছিল কয়েকটি ছাগল। পাইথনটি ছাগল শিকার করতেই বেরিয়েছিল। কিন্তু মানুষের আনাগোনার আওয়াজ পেয়ে পাইথনটি বাসে ঢুকে পড়ে। কিন্তু আর বেরোতে পারেনি।
ঘটনার একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বন দফতরের কর্মীরা সেই সাপটিকে উদ্ধার করছেন। স্কুল বাসের নিচ থেকে অজগরটিকে টেনে তুলছেন এক কর্মকর্তা, ভিডিয়োতে দেখা গিয়েছে।
বন বিভাগের কর্মকর্তাদের মতে, ধরা পড়া অজগরটির ওজন প্রায় ৮০ কেজি এবং দৈর্ঘ্য সাড়ে ১১ ফুট। তাকে নিরাপদে ডালমাউয়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানের পর অজগরটিকে কোনও মতে নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে, রবিবার হওয়ায় স্কুল বন্ধ ছিল। তাই কোনও প্রাণহানি হয়নি।
+ There are no comments
Add yours