মাধ্যম নিউজ ডেস্ক: ফের আরও একবার জয়ের শিরোপা পেল সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টির (Chirag Shetty) জুটি। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ (French Open Super 750) জিতলেন ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)। এই প্রথম কোনও ভারতীয় জুটি ব্যাটমিন্টনের ৭৫০ সুপার সিরিজ জিতেছে। ফলে এবছর তারকা ভারতীয় জুটি রবিবার পুরুষদের ডাবলসের ফাইনালে জয়লাভ করে এক নজির গড়ে তুলেছে। রবিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ ছিল চিনা তাইপে জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হান। ২১-১৩, ২১-১৯ স্ট্রেট গেমে চিনা তাইপে জুটিকে হারিয়ে দেন রেড্ডি-শেট্টি।
গতকাল রাতের এই খেলাতে প্রথম থেকেই সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির শুরুটা বেশ জমকালো করেছিল। প্রথম থেকেই দাপুটে মেজাজে খেলতে শুরু করলে পরে তা শেষপর্যন্ত তা টিকিয়ে যেতে পারে। মাত্র ৪৮ মিনিটে চ্যাম্পিয়নের মুকুট মাথায় ওঠে ভারতীয় জুটির। ম্যাচের শুরুতেই ৫-০ ব্যবধানে লিড পেয়ে যায় ভারতীয় জুটি। এবং পরে প্রতিপক্ষদের স্কোর বাড়ানোর কোনও সুযোগ না দিয়েই রেড্ডি ও শেট্টির জুটি খেলাতে এগিয়ে যায়। সাতটি গেম পয়েন্টের সুযোগ অর্জন করেন চিরাগরা।
𝗝𝗢𝗗𝗜 𝗡𝗢. 1️⃣! 😎
— BAI Media (@BAI_Media) October 30, 2022
First-ever #Super750 🏆, 2️⃣nd #BWFWorldTour 👑 this year. ✅
Super proud of this duo. 🤙@himantabiswa | @sanjay091968 #FrenchOpen2022#IndiaontheRise#Badminton pic.twitter.com/t09ATja7he
এরপর দ্বিতীয় খেলাতে প্রতিপক্ষ তাইপেই জুটি আক্রমণাত্মক দেখাচ্ছিল তবে পরে তা ম্যাচের শেষপর্যন্ত টিকিয়ে রাখতে পারেনি। পরে রাঙ্কিরেড্ডি এবং চিরাগের জুটি দ্বিতীয় গেমেও দাপুটে পারফরম্যান্স দিতে থাকে ও শেষ পর্যন্ত তাঁদের পরাস্ত করতে সক্ষম হন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের, সেমিফাইনালের যাওয়া প্রশ্নের মুখে পাকিস্তানের
এর আগে ২০১৯ সালের সিজনে রানার্স হয়েছিলেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এরপর ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ৫০০-এর শিরোপা পান, কমনওয়েলথ গেমসে সোনা, থমাস কাপের মুকুট এবং গত অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়াও ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন ৫০০ সুপার সিরিজ, ইন্ডিয়া ওপেন ৫০০ সুপার সিরিজ জেতে ভারতীয় জুটি। এই নিয়ে তৃতীয় ওয়ার্ড ট্যুর জিতল রেড্ডি-শেট্টির জুটি। এই প্রথম কোনও ভারতীয় ডাবলস জুটি ফেঞ্চ ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ জেতার নজির গড়লেন।
+ There are no comments
Add yours