Arjun Babuta: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অর্জুন বাবুতা

অর্জুন ছাড়াও ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় পার্থ মাখিজা, যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন।
c177406d108cf14d67ffc3cf7779634e1657520160_original
c177406d108cf14d67ffc3cf7779634e1657520160_original

মাধ্যম নিউজ ডেস্ক: ফের খেলায় সোনা জিতে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল আরও এক খেলোয়াড়। তিনি হলেন শুটার অর্জুন বাবুতা (Arjun Babuta)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) নীরজ চোপড়ার (Neeraj Chopra) সোনা জেতার পর সোমবার আইএসএসএফ শুটিং বিশ্বকাপের (ISSF Shooting World Cup 2022) ফাইনালে ১০ মিটার এয়ার রাইফেল (Air Rifle) বিভাগে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা। অর্জুন ছাড়াও ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় পার্থ মাখিজা (Parth Makhija), যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। টোকিও অলিম্পিকে সিলভার জয়ী লুকাস কোজেনেস্কিকে (Lucas Kozeniesky) হারিয়ে দেন ভারতের এই তরুণ শুটার। তিনি তাঁকে ১৭-৯ ব্যবধানে হারিয়েছেন এদিন।

আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

সিনিয়র বিভাগে এই প্রথম সোনা পেলেন অর্জুন। এর আগে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে(Junior World Cup 2016) আজারবাইজানের (Azerbaijan) গাবালায় (Gabala) ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২৩ বছর বয়সী এই তরুণ শুটার ২০১৬ সাল থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এদিন তিনি শেষপর্যন্ত ২৬১.১ স্কোরে শেষ করে প্রথম স্থান অধিকার করেন ও কোজেনেস্কি ২৬০.৪ স্কোর করে দ্বিতীয় হন। আবার ২৫৯.৯ স্কোর করে সার্জারি রিখটার (Sergaery Richter) তৃতীয় স্থানে উঠে আসে ও ব্রোঞ্জ জিতে নেন। আরেক ভারতীয় পার্থ মাখিজা ২৫৮.১ পয়েন্ট করে চতুর্থ স্থান অধিকার করেন। বাবুতা মোট ৬৩০.৫, কোজেনেস্কি ৬২৮.২, রিখটার ৬৩১.৬ ও মাখিজা ৬২৮.৪০ স্কোর করছিলেন।

আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

ক্রিকেট, ফুটবলের মত শুটিংও বর্তমানে জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। ফলে এই খেলা থেকেও অনেক প্রতিভান খেলোয়াড় উঠে আসছে যাঁরা বিশ্বমঞ্চে খেলে ভারতের মুখ উজ্জ্বল করে তুলছে। এদের মধ্যে একজন অর্জুন বাবুতা। অন্যদিকে পার্থ মাখিজাও রয়েছেন, যিনি চতুর্থ হলেও এই বিশ্বকাপে এক অন্যতম জায়গা গড়ে তুলেছে।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles