মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে ৫ ফুট লম্বা সাপ (Snake Rescue)। সাপটিকে দেখার পরেই উত্তেজনা ছড়ায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। জানা গিয়েছে বিশাল এই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। এর পোশাকি নাম চেকারড কিলব্যাক (Checkered keelback) বা এশিয়াটিক ওয়াটার স্নেক (Asiatic water snake)। বাংলায় যাকে জলঢোঁড়া বলে।
কিন্তু সবার চোখ এড়িয়ে ৫ ফুটের লম্বা সরীসৃপ কীভাবে ঢুকে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে , উঠছে প্রশ্ন।
[tw]
5-Foot Checkered Keelback Snake Spotted At Amit Shah's Residence https://t.co/oHGaVPB3z1 pic.twitter.com/T7EkBT2Mp7
— NDTV News feed (@ndtvfeed) October 14, 2022
[/tw]
অমিত শাহর বাড়ির চত্বরে নিরাপত্তা কর্মীদের নজরে প্রথমে আসে সাপটি। গার্ড রুমের কাছে সাপটি দেখে তাঁরা চমকে ওঠেন। তৎক্ষণাৎ ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হলে কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং আধ ঘণ্টার চেষ্টায় গার্ড রুম থেকে উদ্ধার করা হয় সাপটিকে (Snake Rescue)।
আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ
সাপটি নিরাপত্তা আধিকারিকদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গিয়েছে। এই ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের চিন্তন শিবিরে ডাক, যোগ দেবেন কি মমতা?
ওয়াইল্ডলাইফ এসওএস এনজিও-র প্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন, আমরা কৃতজ্ঞ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তারক্ষীরা ওই সাপটিকে উদ্ধারের (Snake Rescue) জন্য আমাদের ফোন করেছিলেন। এতে তারা নিজেদের মানবিক দিকটিকেই তুলে ধরেছেন এবং বাকিদের কাছেও উদাহরণ প্রতিস্থাপন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন মনে করেন সাপেরা নগরজীবনের বোঝা। তাদের মেরে ফেলেন অনেকেই।
আরও পড়ুন: হিমাচলে লাগু আদর্শ আচরণ বিধি, প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন জানেন?
দিল্লি প্রশাসনের এক আধিকারিক জানান, বর্ষার মরসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এমন ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে।
+ There are no comments
Add yours