Thomas Cup: থমাস কাপ চ্যাম্পিয়নদের জন্যে ‘গ্র্যান্ড’ অভ্যর্থনার আয়োজন ক্রীড়ামন্ত্রকের

Indian Badminton Team: ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতীয় দল দেশের স্বপ্নপূরণ করেছে...
Thomas_Cup
Thomas_Cup

মাধ্যম নিউজ ডেস্ক: এক নতুন ইতিহাস গড়েছে ভারতীয় ব্যাডমিন্টন দল (Indian Badminton team)। পুরুষ ব্যাডমিন্টনে প্রথমবার থমাস কাপ (Thomas Cup) জিতেছে  ভারত। আর তারই পুরস্কার স্বরূপ ভারতীয় ব্যাডমিন্টনের জন্যে দেশে ফেরার পর 'গ্র্যান্ড' অভ্যর্থনার ব্যবস্থা করল কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক (Union ministry of sports and youth affairs)। এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, "আমরা আমাদের চ্যাম্পিয়নদের জন্যে উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা করছি। তার প্রস্তুতিই এখন চলছে।" 

বিশ্ব ব্যাডমিন্টনে (World badminton) থমাস কাপ অত্যন্ত সম্মানীয় প্রতিযোগিতা। এবছর ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে কিদম্বি শ্রীকান্তরা (Kidambi Srikanth) দেশের স্বপ্নপূরণ করেছে। এবার কাপ নিয়ে দেশে ফেরার পালা। 

এখনও ভারতীয় শাটলাররা তাইল্যান্ডে (Thailand) আছেন। তাইল্যান্ড ওপেনে (Thailand Open) অংশগ্রহণ করবেন তাঁরা। সপ্তাহান্তে সিরিজ শেষ করে দেশে ফিরবেন। পরের সপ্তাহে দেশের মাটিতে পা রাখলেই উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে দলকে বরণ করে নেবে ভারত সরকার। আর তার জন্যেই এত প্রস্তুতি। থমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার জিতল ভারত। 

জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Modi) কথা বলেন খেলোয়াড়দের সঙ্গে। অভিনন্দন জানান তাঁদের। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উচ্ছসিত চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই ব্যাডমিন্টন দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Sports minister Anurag Thakur)। এর আগেও বিশ্ব পর্যায়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স করেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়রা। তবে থমাস কাপ জয় এই প্রথম। আগের সব সাফল্য এই জয়ে মলিন হয়ে গিয়েছে। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles