Sri Lanka: শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবসে যোগ দিতে কলম্বো পৌঁছলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী

বিদেশমন্ত্রকের প্রেস বিবৃতি অনুযায়ী, বিদেশ প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে অনেক বিষয়েই আলোচনা হতে চলেছে
sri_lanka
sri_lanka

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলম্বোতে নামলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।

আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

ট্যুইটে কী লিখলেন বিদেশ প্রতিমন্ত্রী

এ বিষয়ে ট্যুইটে বিদেশ প্রতিমন্ত্রী লেখেন, শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫তম স্বাধীনতা দিবসে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। ধন্যবাদ জানাই শ্রীলঙ্কার সরকারকে এমন  উষ্ণ অভ্যর্থনার আয়োজন করার জন্য। অন্যদিকে শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসকে শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কী কী আলোচনা হবে

বিদেশমন্ত্রকের প্রেস বিবৃতি অনুযায়ী, বিদেশ প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে অনেক বিষয়েই আলোচনা হতে চলেছে। সেদেশের রাষ্ট্রপতি রামিল উইকরেমেসিংঘে এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রীর।

প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই ভারতের অন্যতম নীতি। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে চিন, পাকিস্তান, নেপাল, ভুটান,  আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়াতে শান্তি বজায় রাখতে ভারত সর্বদাই এই দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে চলে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার (Sri Lanka) সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বেশ ভাল। এক দেশ অপর দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজার রাখার পক্ষপাতি।

আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন...

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles