মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Case) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করেছে ইডি (ED)। এবার এই মামলায় এবার প্রথম গ্রেফতার করল সিবিআই (CBI)৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন্হা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে এ দিন গ্রেফতার করেছে সিবিআই৷ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতারি।
বুধবার সকাল থেকেই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সিন্হার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেই দফায় দফায় জেরা করা হচ্ছিল উপদেষ্টা কমিটির দুই সদস্যকে। এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল সিবিআই৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ অভিযোগ, জেরায় একাধিক তথ্য গোপন করেন এসএসসির প্রাক্তন দুই কর্তা। এরপরই তাঁদের নিজেদের হেফাজতে নিল সিবিআই।
আরও পড়ুন: পার্থ-অনুব্রত কাণ্ডের জের! "সবাই চোর নয়", সাফাই আতঙ্কিত তৃণমূলের
সম্প্রতি, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই, বিভিন্ন মহল থেকে চাউর করা হয় যে, আদতে 'সেটিং' করতে গিয়েছিলেন দিদি। তা হয়ে গেছে। যদিও, রাজ্য বিজেপির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও সেটিং-এর গল্প নেই। এগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়।
গেরুয়া শিবিরের এক নেতার জানান, মমতা যেদিন দিল্লি থেকে ফেরেন, তার পরের দিনই দিল্লি থেকে কলকাতায় আসেন সিবিআই-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। এখনও তিনি কলকাতাতেই রয়েছেন। তার মধ্যেই, এসএসসি কাণ্ডে প্রথম গ্রেফতারি করল সিবিআই। এর আগেও, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি থেকে তৃণমূল বিরত থাকার পরের দিনই, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। ফলে মোদি-দিদির যে সেটিং নিয়ে কথা বলা হচ্ছে, তা সর্বৈব মিথ্যে।
জানা গিয়েছে, সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিন্হা এবং ৪ নম্বরে অশোক সাহার নাম রয়েছে। সিবিআইয়ের দাবি, দুই কর্তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য উঠে আসবে। রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও এসপি সিন্হা এবং অশোক সাহার নাম ছিল। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত করা হয়েছিল সেই সময়। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দুই কর্তারও ভূমিকা ছিল এর পিছনে।
আরও পড়ুন: রাজ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর, কী লিখলেন তিনি?
+ There are no comments
Add yours