মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নের বাইশ গজে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-twenty World Cup) প্রথম ম্যাচে এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫২ বলে তাঁর ৮২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ভারত (India)। যদি একটা সময় মনে হয়েছিল রোহিত বাহিনীর পক্ষে হয়তো পাকিস্তানের বাধা টপকানো সহজ হবে না। কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখিয়েছিলেন কোহলি। যা দীপাবলিতে (Diwali) দেশবাসীর কাছে ছিল সবচেয়ে বড় উপহার।
ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে। কিন্তু গত রবিবার দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ অতীতের যাবতীয় পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়েছে। শুধু ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে এই ব্লকবাস্টার ম্যাচটি দেখেছেন ১.৮ কোটি রেকর্ড দর্শক। টিভিতে কত মানুষ খেলাটা দেখেছেন তার হিসেব পেতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্মে বিপুল ভিউয়ার্স দেখে অনেকেই বিস্মিত। অতীতে কোনও ক্রিকেট ম্যাচে ডিজনি হটস্টারে এত সংখ্যক ভিউয়ার্স হয়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপে ভারত পাক ম্যাচ দেখেছিলেন ১.৪ কোটি দর্শক।
আরও পড়ুন: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত
ভুবনেশ্বর কুমার যখন প্রথম বল করেছিলেন তখন কিন্তু ডিজনি হটস্টারের ভিউয়ার্স ছিল ছত্রিশ লক্ষ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ম্যাচের উত্তেজনা। পাল্লা দিয়ে বেড়েছে ভিউয়ার্সও। পাকিস্তানের ইনিংস যখন শেষ হয় তখন ১.১ কোটি ক্রিকেটপ্রেমী ডিজিটাল প্লাটফর্মে চোখ রেখেছিলেন। ভারতের ইনিংস তখনও শুরু হয়নি। ধীরে ধীরে ভিউয়ার্স বাড়তে থাকে। পৌঁছে যায় ১.৪ কোটিতে। ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে অনেকেই ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ভিউয়ার্স নেমে এসেছিল ৩৬ লক্ষে। আসলে রোহিত শর্মা, লোকেশ রাহুলরা দ্রুত ফিরে যাওয়ায় অনেকেরই মনে হয়েছিল ভারত হয়তো জিততে পারবে না। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ফের আসা জাগিয়ে তোলেন বিরাট কোহলি। ম্যাচে ফিরে আসে ভারত। শেষ তিন ওভারে টানটান উত্তেজনা ছিল খেলায়। কোহলির দুর্ধর্ষ ব্যাটিং ফের ডিজনি হটস্টারের ডিজিটাল প্লাটফর্মে টেনে আনে ক্রিকেটপ্রেমীদের। অন্তিম বলে অশ্বিন যখন উইনিং শট নেন, তখন ভিউয়ার্স ছিল ১.৮ কোটি। যা সর্বাধিক।
বলিউডের একাধিক সিনেমা ফ্লপ হওয়ায় আইনক্স এবং পিভিআর এর মত মাল্টিপ্লেক্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটি সংস্থায় ভারত পাকিস্তান ম্যাচে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য দর্শকদের বিপুল উৎসাহ দেখে ভীষণই খুশি। টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর শুরুটা এর থেকে আর ভালো হয় না বলে মনে করছেন সকলেই। এই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার পর এবার বিশ্বকাপ বন্ধ করারও দাবি তুললেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের বিশ্বকাপ বন্ধ করে দেওয়া উচিত। ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভালো কিছু হবে না। আমরা এখানে একটা দুর্দান্ত তিন সপ্তাহ কাটাতে এসেছি। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় দুর্দান্ত হয়। আমি অনুভব করতে পারছি না এই ধরনের ম্যাচে দর্শকদের মধ্যে খেলার অনুভূতি কী হতে পারে।’
+ There are no comments
Add yours