T20 World Cup: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

জল্পনা জিইয়ে রেখে ভারতীয় দলে যোগ দিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর
eeb3d8b2-24c7-4ad6-8d58-7ca52d929a35
eeb3d8b2-24c7-4ad6-8d58-7ca52d929a35

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দলের মূল অস্ত্র জশপ্রীত বুমরাহর বিশ্বকাপ খেলা হচ্ছে না। নিঃসন্দেহে এটা রোহিত শর্মার দলের জন্য বড় ধাক্কা। তার জায়গায় কাকে নেওয়া হবে, সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে নির্বাচকরা। এমন পরিস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে তিনজনকে অস্ট্রেলিয়ায় ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে জশপ্রীত বুমরাহর স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি। বিসিসিআই সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

টি-২০ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে ধাক্কা খেল ভারতীয় দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারল না টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ব্য়াটিং লাইনআপের ভরাডুবি চিন্তায় রাখল ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে। ম্য়াচে প্রথেম ব্য়াট করে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩২ থামে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারের অনুশীলন ম্যাচে ভারতীয় দলকে ৩৬ রানে হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথমবার কোনও আঞ্চলিক দলের কাছে টি টোয়েন্টিতে ২০ ওভারের ক্রিকেট ম্যাচে হারল ভারতীয় দল। এই পরাজয় ভারতীয় দলের কাছে লজ্জার।  অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ ও ১৯ অক্টোবর দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। তারপর মেলবোর্নে যাবে, সেখানেই ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

অন্যদিকে  গত ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রোহিতরা অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন। ক্রিকেট বিশ্বকাপ খেলতে গিয়ে অন্য় খেলায় মাততে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলকে। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়ছে সেখানে দেখা গিয়েছে,পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে ঘুরতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই ঘুরতে গিয়ে লন বল খেলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটাদের। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে ১৩ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের জয়ের নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। বল হাতে সেরা অর্শদীপ সিং। সাফল্য পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারও। তাই ফুরফুরে মেজাজে ছিল রোহিত এন্ড কোং। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাল কাটল।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles