Shinzo Abe: মোদি-আবে রসায়নই কি চিন্তা বাড়িয়েছিল চিনের? ইন্দো-জাপান মধুর সম্পর্কের স্থপতি শিনজো
১৯৫৭ সালে দিল্লিতে এসেছিলেন শিনজোর দাদু জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সম্পর্কের সূচনা তখন থেকেই।
Attack On Shinzo Abe
১৯৫৭ সালে দিল্লিতে এসেছিলেন শিনজোর দাদু জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সম্পর্কের সূচনা তখন থেকেই।
শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতা পায়। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ভারতে শনিবার একদিনের জাতীয় শোক পালনের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুলি চালানোর সঙ্গে সঙ্গেই বুকে হাত দিয়ে মঞ্চে লুটিয়ে পড়তে দেখা যায় আবেকে। সকাল থেকে দুপুর চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ ।