মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই বাড়ি থেকে চলে যেতেই সন্ধেয় দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি। এনিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। শুক্রবার দুপুর থেকেই সিবিআই হানা শুরু হয় তেহট্টর বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে। সিবিআই তাঁকে সঙ্গে করে নিয়ে ছুটেছে বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজেও। সেখানেও একপ্রস্থ খোঁজাখুঁজির পর গভীর রাতে আবার সিবিআই টিম তাঁকে নিয়ে ফিরেছে কড়ুইগাছির বাড়িতে। গতকাল সিবিআই হানার পর বেশ বিধ্বস্তও দেখাচ্ছিল তাঁকে। কিন্তু এদিন সিবিআই বাড়ি থেকে চলে যেতেই কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তাপস। সন্ধেয় তাই দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি। নিজে হাতে নৈশভোজের পরিবেশনও করতে দেখা যায় বিধায়ককে।
তাপস সাহার দুটি মোবাইলই বাজেয়াপ্ত করেছে সিবিআই
শনিবার সকালেই তাপস সাহার (Tapas Saha) ফোন দুটি বাজেয়াপ্ত করে সিবিআই। সিবিআই টিম কড়ুইগাছির বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বিধায়ক মশাই বেরোন ফোন কিনতে। তেহট্টের বেতাই এলাকায় একটি ফোন কিনতে গিয়েছিলেন তিনি। সেখানে মোবাইল কেনার পর কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই লক্ষ্যে দলীয় কর্মীদের কী কী করণীয় তা নিয়েও আলোচনা করেন। ইদের শুভেচ্ছা বিনিময়ও করেন সকলের সঙ্গে। সেই সময়েই বিধায়ক তাপস সাহা (Tapas Saha) সকলকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। জানা যাচ্ছে, ইদ উপলক্ষে বিধায়ক সাধারণ মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলীয় কর্মীদের উদ্যোগেই গোটা ব্যবস্থাপনা। জানা যাচ্ছে দুটি গোটা খাসির মাংসের বন্দোবস্ত করা হয়েছে এদিনের এলাহি ভূরিভোজে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours