Kajal Sheikh: ‘যে কোনও দিন খুন হয়ে যেতে পারি’! কেন এই আশঙ্কা তৃণমূল নেতা কাজল শেখের?

অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল।
Kajal_Sheikh
Kajal_Sheikh

মাধ্যম নিউজ ডেস্ক: যেকোনও দিন খুন হয়ে যেতে পারেন। বীরভূমের কর্মিসভায় প্রকাশ্যে এমনই আশঙ্কা প্রকাশ করলেন সে জেলার তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ (Kajal Sheikh) বীরভূম তৃণমূলের জেলা কোর  কমিটির সদস্য। কিন্তু শাসক দলের নেতা কেন এই ভয় পাচ্ছেন?

কী বলেন কাজল? 

মঙ্গলবার বোলপুরের কঙ্কালীতলার এক কর্মিসভায় যোগ দিয়ে কাজল শেখ (Kajal Sheikh) বলেন, "বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় তিনটে চুমা দেয় এবং ঠাকুরের কাছে দোয়া করে যাতে আমি বাড়ি ফিরে আসি। কারণ আমার ঘরে শত্রু বাইরে শত্রু। আমি জানি যে কোন মুহূর্তে আমার প্রাণের বিপর্যয় ঘটতে পারে।"   

অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর (Kajal Sheikh) লোক বলে পরিচিত কাজল। অনুব্রতর ভয়ে বেশ কিছুদিন ধরেই একঘরে হয়ে আছেন তিনি। এই মুহূর্তে জেলে রয়েছেন অনুব্রত। কেষ্ট জেলে যাওয়ার পর থেকে এই বিরোধী গোষ্ঠীর ওপর আরও ক্রুদ্ধ হয়েছে তাঁর অনুগামীরা। সম্প্রতি বীরভূমে গিয়ে দলের নতুন জেলা কোর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে ঠাঁই হয় কাজল শেখের। সঙ্গে তৃণমূলনেত্রী জানান, এবার থেকে বীরভূমের সংগঠন দেখভাল করবেন তিনি নিজে।

আরও পড়ুন: কর্মবিরতির পর ডিএ- র দাবিতে এবার ধর্মঘটের ডাক সরকারি কর্মচারীদের

এদিনের সভা থেকে অনুব্রত অনুগামীদের নিশানা করেছেন অনুব্রত মণ্ডল (Kajal Sheikh)। কেষ্টর নাম না করে কাজলের দাবি, মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারেননি দলের কয়েক জন নেতা। তিনি বলেন, "আমাদের কিছু নেতা ছিলেন, যাঁরা মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারেননি। কালো কাচের গাড়িতে হাত নাড়িয়ে চলে যেতেন। কখনও করজোড় করেননি। তাই বিধানসভার ভোটে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে হেরে গিয়েছিলেন।"

কাজল (Kajal Sheikh) আরও বলেন, "আমি কাউকে ভয় পাই না। আমি সত্যের পথে চলি। তাই কে কী বললেন, তাতে আমার কিছুই যায়-আসে না।" যদিও পরক্ষণেই তাঁর দাবি, "ঠিকমতো বাড়ি ফিরতে পারব কি না, সে আশঙ্কায় থাকি। ঘরেবাইরে অনেক শত্রু আমার। কখন কী করে দেবে! কিছু দিন আগেই বাইরে থেকে আসা দুষ্কৃতীরা আমাকে খুনের প্ল্যান করেছিল।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles