মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মের মন্দির রক্ষার কাজে ওয়াকফ বোর্ডের আদলে গড়া হোক সনাতন ধর্ম বোর্ড (Sanatan Dharma), সম্প্রতি এমনই দাবি জানালেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস (Sudhanshu Das)। সংবাদ মাধ্যমকে সুধাংশুবাবু বলেন, ‘‘আমাদের সনাতন ধর্মের (Sanatan Dharma) কোনও বোর্ড নেই। কিন্তু মুসলিমদের জন্য ওয়াকফ বোর্ড রয়েছে। আমাদের দাবি একটা সনাতন ধর্মের বোর্ড তৈরি করা উচিত, আমাদের মন্দির রক্ষার্থে। আমরা দেখেছি যে কী ঘটনা ঘটেছে তিরুপতিতে। তাই আমাদের জন্য অবশ্যই একটা বোর্ড থাকা উচিত।’’
সনাতন ধর্মের জন্য বোর্ড না থাকলে অন্যদেরও জন্যও কোনও বোর্ড রাখা যাবে না
তিনি (Sudhanshu Das) আরও বলেন, ‘‘আমাদের সনাতন ধর্মের (Sanatan Dharma) জন্য যদি কোনও রকমের বোর্ড না থাকে, তাহলে অন্যদের জন্য কোনও বোর্ড রাখা যাবে না। এটাই আমাদের দাবি।’’
#WATCH | Agartala: Sudhanshu Das, Tripura Minister says, "...Why there is no board for our Sanatan Dharam when there is a Waqf board for the Muslim community...Our demand is there should be a board for our Sanatan Dharam, to protect the temples. We have seen what happened in… pic.twitter.com/Jpg98kAgSw
— ANI (@ANI) November 9, 2024
পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল
প্রসঙ্গত, ১৯৯৫ সালে আনা হয় ওয়াকফ আইন এবং এর মাধ্যমে ওয়াকফ সম্পত্তিগুলিকে দেখভাল করা হতে থাকে। কিন্তু ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ সামনে এসেছে, বিভিন্ন সময়ে। ২০২৪ সালে ওয়াকফ আইনকে সংশোধন করার জন্য বিল পেশ করেছে কেন্দ্র। মোদি সরকার গত অগাস্ট মাসেই লোকসভাতে এই বিল পেশ করে। ওয়াকফ বোর্ডের সংস্কার এবং স্বচ্ছতার ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ওয়াকফ বোর্ড নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই কমিটি ইতিমধ্যে গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা পাটনা, লক্ষ্মৌ প্রভৃতি জায়গাতে সফর করেছে।
#WATCH | Guwahati, Assam | Chairman of the Joint Parliamentary Committee (JPC) on the Waqf Amendment Bill, Jagdambika Pal says, "We will talk to the representatives of Assam State Government, the Waqf board here, minority commission, lawyers of High Court and stakeholders. Today… pic.twitter.com/iUbRAJLBEi
— ANI (@ANI) November 9, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours