মাধ্যম নিউজ ডেস্ক: শুনেছেন কখনও কোনও দম্পতির যমজ (Twins) সন্তান জন্মগ্রহণ করছে দুটি আলাদা আলাদা বছরে। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যমজ (Twins) সন্তানদের মধ্যে একজন জন্মগ্রহণ করেছে ২০২২ সালে তো অপরজন জন্মগ্রহণ করেছে ঠিক তার পরের বছর ২০২৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক দম্পতির দুই যমজ (Twins) কন্যা সন্তান জন্ম নিল দুটি আলাদা আলাদা বছরে।
আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব
কীভাবে সম্ভব হল
গত ৩১ ডিসেম্বর রাত ১১:৫৫ মিনিটে প্রথম যমজ (Twins) কন্যা সন্তানের জন্ম দেন আমেরিকার টেক্সাসের ওই মহিলা ক্যালি জোসকট।
আরও পড়ুন: নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁদের ভোটে আমি জিতেছি, বললেন শুভেন্দু
আবার এর ঠিক ছয় মিনিট পরেই দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা অর্থাৎ পরের দিন ২০২৩ সালের ১ জানুয়ারি রাত ১২:০১ মিনিটে মহিলার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। স্বাভাবিকভাবেই এক কন্যা সন্তানের জন্ম তারিখ ২০২২ সালে থাকছে অপর কন্যা সন্তানের জন্ম তারিখ ২০২৩ সালে হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ‘যদি ভোট দিতে না দেয়...’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?
নিজের ফেসবুক পোস্টে আবেগ ধরে রাখতে পারেননি দম্পতি। নিজেদের সঙ্গে দুই কন্যা সন্তানের ছবিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন তাঁরা।
সেখানে যমজ (Twins) দুই সন্তানের মা লিখছেন, আমি গর্বিত তোমাদের সঙ্গে অ্যানি জো এবং এফি রোজের পরিচয় করিয়ে দিতে পেরে।
প্রসঙ্গত প্রথম কন্যা সন্তানের নাম অ্যানি জো অর্থাৎ ২০২২ সালে যার জন্ম তারিখ আর দ্বিতীয় কন্যা সন্তানের নাম এফি রোজ, যার জন্ম ২০২৩ সালে।
দুই কন্যা সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে এবং দুই শিশুর ওজন ২৫০০ গ্রাম করে হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours