মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের (Ukraine) রাজধানীর কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার। ২ মন্ত্রী, তিন শিশু সহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কিভের কাছে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইউক্রেনের (Ukraine) আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীরও মৃত্যু হয়েছে।
ইউক্রেন (Ukraine) সরকারের বিবৃতি
ইউক্রেনের (Ukraine) সরকারের বিবৃতি অনুযায়ী, রাজধানী কিভের উপকন্ঠে ঘন জনবসতি পূর্ণ এলাকায় বুধবার ভোরে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে। ওই কপ্টারে সে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এভেগনি এনিন, আভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: নথি জাল করে বাবার স্কুলে চাকরি! ভূগোল শিক্ষকের কাণ্ডে সিআইডি ডাকল হাইকোর্ট
Brovary, Kyiv region.
— spy (@temafey) January 18, 2023
Ukrainian helicopter crash today pic.twitter.com/U0HmL4lntR
গত বছর থেকেই শুরু হয়েছে ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার যুদ্ধ। এমন যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার পিছনে রাশিয়ান সেনার কোন ষড়যন্ত্র আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো এ প্রসঙ্গে বুধবার বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই কপ্টার দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার বিভিন্ন ছবি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকাতে ওই হেলিকপ্টার ভেঙে পড়ছে।
The head (9 people)of the Ministry of Internal Affairs died as a result of the plane crash, - head of the National Police Ihor Klymenko
— spy (@temafey) January 18, 2023
In total, 16 people are known to have died, including 2 children. Of them, 9 were on board the rotorcraft
22 victims are in hospital
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours