Malda: খুদের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কী হয়েছিল জানেন?

নিজের লাল গেঞ্জি দেখিয়ে মালদায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড় করাল পঞ্চম শ্রেণির পড়ুয়া, কেন জানেন?
Malda_(6)
Malda_(6)

মাধ্যম নিউজ ডেস্ক: হলান্ডের ছোট্ট হান্সের কথা মনে আছে। বাড়ি ফেরার পথে নিজের চেষ্টায় একটি বাঁধ রক্ষা করে আস্ত শহরকে রক্ষা করেছিল সে। সেই ছোট্ট হান্সের মতো মালদার পঞ্চম শ্রেণির ছাত্র মুরসালিমের শুধুমাত্র উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-শিলচরগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা (Malda) জেলার ভালুকা রোড স্টেশনের অদূরে।

ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

মালদার (Malda) ভালুকা রোড স্টেশনের আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি যে লাইনের উপর দিয়ে আসছে, সেই লাইনের পাশে মাটি সরে গিয়েছে। ট্রেনটি যে অবিলম্বে থামানো জরুরি, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে,কড়িয়ালি বারিনওয়ার মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মুরসালিম সেটা বুঝেছিলেন। জানা গিয়েছে, টিউশন পড়়ে সে বাড়ি ফেরার সময় রেললাইনে মাটি সরে যাওয়ার বিষয়টি তার নজরে পড়ে। লাল রং যে বিপদ সংকেত এবং সেটা দেখলে ট্রেন দাঁড়িয়ে, সেকথা আগেই জানত মুরসালিম। তাই সে পরনের লাল গেঞ্জি খুলে সেটি নাড়াতে নাড়াতে জীবনের ঝুঁকি নিয়েই দুরন্ত গতিতে আসা ওই এক্সপ্রেস ট্রেনের দিকে সে এগিয়ে যায়। দূর থেকে লাল সংকেত দেখে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি মাঝপথে থামিয়ে দেন। তারপর ট্রেন থেকে নেমে ওই স্কুল পড়ুয়ার কথামতো লাইনের দিকে তাকাতেই তিনি দেখতে পান লাইনের পাশে মাটি সরে গিয়েছে।

কী বললেন রেলের এক আধিকারিক?

বিষয়টি জানার পরই রেলকর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান এবং আপ লাইনটি মেরামতি করেন। তারপর আবার ট্রেনটি সুষ্ঠুভাবে গন্তব্যের দিকে রওনা দেয়। রেলের এক আধিকারিক বলেন, ওই স্কুল ছাত্র ট্রেন লাইনের পাশে মাটি সরে যাওয়ার বিষয়টি না দেখতে পেলে যে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তার ওই সাহসের জন্যই অভিভূত তার পরিবার থেকে প্রতিবেশীরাও।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles