মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB HS Result 2023) ফল প্রকাশ হবে। আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। তার পরে দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2023) দিয়েছেন। ওই দিনই অনলাইনে প্রাপ্ত নম্বর দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। ৩১ মে থেকে শংসাপত্রের প্রতিলিপি বিলি করবে সংসদ।
কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?
অনলাইনে ফল (WB HS Result 2023) দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সংসদের নিজস্ব দু'টি ওয়েবসাইট রয়েছে। এগুলি হল, www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া, www.wbchse.nic.in, www.exametc.com, www.results.shiksha.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখতে পারবেন। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তাও জানা যাবে।
আরও পড়ুন: জুন মাসের 'নেট' পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত
কীভাবে দেখতে হবে?
প্রথমে ওয়েবসাইটের হোম পেজে West Bengal HS Result 2023- লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ। নির্দিষ্ট জায়গায় রোল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই দেখা যাবে মার্কশিট। ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
এসএমএস-এও জানা যাবে ফল
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের (WB HS Result 2023) ফল। এসএমএস-এও ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের মেসেজ সেন্টারে গিয়ে নতুন এসএমএস তৈরি করতে হবে। তাতে প্রথমে WB12 লিখে তার পর একটা স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours