মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের হাওয়ায় লাগল নাচন। শুক্রবারের ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে।
শীতের শেষ স্পেল!
বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি। শীতপ্রেমীদের জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও দুদিন তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আগামী দুদিন সকাল শুরু হবে হালকা কুয়াশা গায়ে মেখে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শীতের শেষ স্পেল চলবে সরস্বতী পুজো পর্যন্ত। তারপর থেকেই পারদ চড়বে। শীত বিদায় নেবে পাকাপাকি, পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস
বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ঠান্ডা আর থাকবে না। আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ভ্যালেন্টাইন'স ডে'তে বাড়তে পারে উষ্ণতা। সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours