মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। হোয়াটসঅ্যাপ নভেম্বর মাসের একটি রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে এ দেশে। ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নভেম্বর মাসেও বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের (Whatsapp) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত মাসের তুলনায় এ মাসে ৬০% বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর মাসে নিষিদ্ধ করা অ্যাকাউন্টগুলির মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে।
প্রসঙ্গত, অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সেই সময়ও ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধেকোনও রকম অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল।
আরও পড়ুন: করোনা থেকে দেশকে বাঁচাতে তৎপর কেন্দ্র, উচ্চপর্যায়ের বৈঠক করবেন মোদি
কেন এই পদক্ষেপ?
গত বছর চালু হওয়া নিয়ম অনুসারে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি রুলস ২০২১- অনুযায়ী এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। যেসমস্ত ডিজিটাল মাধ্যমে ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে তাদের প্রতি মাসে রিপোর্ট পেশ করার নিয়ম রয়েছে। সেই রিপোর্টে কোনও অভিযোগ থাকলে তা উল্লেখ করতে হবে এবং অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে সে কথাও উল্লেখ করতে হবে।
ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চিত করতে সবসময়ই সচেষ্ট হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সেই সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতেই নিয়ম নীতি কড়া কঠোর করেছে সংস্থাটি। এমনিতে সুরক্ষার জন্য ইউজারদের এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা রয়েছে। বাড়তি সুরক্ষা হিসেবে কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে দেয় হোয়াটসঅ্যাপ।
নভেম্বর মাসে ব্যবহারকারীদের তরফ থেকে ৯৪৬টি অভিযোগ জমা পড়েছিল। এইসব আবেদনের ভিত্তিতে ৮৩০টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে বলা হয়েছিল। সেই ক্ষেত্রে মাত্র ৭৩টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
+ There are no comments
Add yours