মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশা মতই মহিলা টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তান পরাজিত হয় ইংল্যান্ডের কাছে। গতকাল, ইংল্যান্ড ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। সেই সঙ্গে নির্ধারিত হয় বি-গ্রুপের ক্রমতালিকা ও সেমিফাইনালের সূচি। পাকিস্তান হারতেই জানা গেল ভারতীয় দল ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ফলে টি-২০ মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়তে ভারতীয় দল এখন মাত্র দুই ধাপ দূরে। অন্যদিকে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফলে গ্রুপ পর্ব শেষ করে এ বার শেষ চারে চারটি টিম। আগামীকালের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভারতীয় দল বিশ্বাসী বলে জানিয়ে দিয়েছেন হরমনপ্রীতরা।
সেমিফাইনালের টিকিট পেয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত ব্রিগেড
মেয়েদের অধিনায়ক হরমনপ্রীত আগেই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়াকে খেলতে হবে এমনটা ভেবেই মানসিক প্রস্তুতি শুরু করেছে ভারত। এরপর পাকিস্তানের হারে তা ঠিক হয়ে গেল যে, হরমনরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামতে চলেছেন। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে মানের ক্রিকেট আমরা খেলেছি তাতে আমাদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা ভাল করেই জানি, পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে। সেই মত আমরা পরিকল্পনাও তৈরি করব। বিশ্বকাপে যে টিমই শক্তিশালী প্রতিপক্ষ। কাউকেই সহজ বলে ধরা যায় না।”
আরও পড়ুন: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
উল্লেখ্য, প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। তারপরের খেলায় দুর্বল আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মৃতি মন্ধানা। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই সম্মানজনক রানে পৌঁছয় ভারত। তবে ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৪ রান করার পরেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জিতে যায় ভারত।
সেমিফাইনালের সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া- ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সন্ধ্যে ৬.৩০
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার), সন্ধ্যে ৬.৩০
+ There are no comments
Add yours