Yahoo Layoffs: এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই এর পথে ইয়াহু

তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মীরা গণ ছাঁটাই -এর এই আবহে ব্যাপক উদ্বিগ্ন হয়ে রয়েছেন
loikk
loikk

মাধ্যম নিউজ ডেস্ক: করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ইলন মাস্কের ট্যুইটার হোক বা গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট, প্রতিটি সংস্থাই কর্মী ছাঁটাই-এর পথে হেঁটেছে। এবার ওই তালিকায় নতুন সংযোজন হল ইয়াহু (Yahoo Layoffs)। জানা গিয়েছে, ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোম্পানির অধিকর্তারা অবশ্য বলছেন, তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজাতেই নাকি এই সিদ্ধান্ত। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন।

 গণছাঁটাই (Yahoo Layoffs) এর কারণ হিসেবে আর্থিক মন্দার তত্ত্বকেই তুলে ধরছে বিভিন্ন সংস্থাগুলি, ইয়াহু-ও একই যুক্তি সাজাচ্ছে

তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মীরা গণ ছাঁটাই (Yahoo Layoffs)-এর এই আবহে ব্যাপক উদ্বিগ্ন হয়ে রয়েছেন। পরিসংখ্যান বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বাড়তে পারে, বলেই মত রয়েছে বিভিন্ন মহলের। বিশ্বের তাবড় অর্থনীতিকরা মনে করছেন, আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি হারাচ্ছেন কর্মীরা, পরবর্তীতে এর প্রভাব পড়বে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও। অর্থনীতিবিদরা বলছেন, এর একটা কারণ করোনাও বটে। পড়াশুনা, কেনাকাটা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে যায়, এখনও তাই চলছে। চাকরিজীবিদের জন্য ওয়ার্ক ফ্রম হোম শুরু হয় তখন থেকেই। অফিসে যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে যায়। ছাত্র ছাত্রীরা ক্লাস করত অনলাইনে, এমনকি পরীক্ষাও দিত বাড়িতে বসেই। এতে অনেক সংস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও  বেশকিছু তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) কথা ঘোষণা করেছে

 তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল ইতিমধ্যে ঘোষণা করেছে কর্মী ছাঁটাই-এর কথা। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই করতে চলেছে তারা, এমনটাই জানা গেছে। শুধু ডেল নয়,  অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs)। গত বছরের নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। অন্যদিকে জানা যাচ্ছে সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। কয়েকদিন আগেই বিশ্ব জুড়ে ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles